আজকে আমরা জানবো কেমন করে নতুন Git Repository Create করা জায় ।
১। আপানের অবশ্যই গিটহাব এর লগিন অবস্থায় থাকতে হবে। আপনি দুই ভাবে new repository create করতে পারবেন । যে কোন একটি করলেই হবে।
👉 Menu bar এর (+) চিহ্ন তে ক্লিক করে new repository create করতে পারবেন ।
২। New repository এ আসার পর একটি Valid & Available Repository নাম দিতে হবে । Description অপশন আপনি আপনার Project সম্পর্কে কিছু লিখতেও পারেন আবার নাও পারেন ।
আমি দিব ( blogging-tutorial-repository ) ।
৪। আপনি যদি Repository সবাইকে দেখাতে চান তাহলে public রাখতে পারেন । যদি কাউকে না দেখাতে চান তাহলে private রাখুন আমরা public রাখবো জেনো আপনারা সবাই দেখতে পারেন । এবার Create repository বাঁটনে ক্লিক করলেই আপনার নতুন রিপোজিটরি তৈরি হয়ে যাবে
৫।নতুন তৈরি হওয়া Repository দেখতে এমন দেখাবে । এভাবেই রেখে দিন কোড পুশ করা পর্যন্ত। আমার রিপোজিটরি CLICK ।
কিভাবে গিটহাবে কোড পুশ করবেন তার বিস্তারিত নিচের টিউটোরিযাল এ দেয়া আছে ।
Post a Comment