AD

 




আজকে আমরা শিখবো npm ব্যবহার করে node.js package & Express install করার পদ্ধতি । 


১। প্রথমে যে কোনো নামে একটি New Folder তৈরি করুন ।

(hellownode)




২। Folder টি Open করুন আপনার Visual studio code Editor.





৩।  একটি  New Terminal নিন এবং লিখুন  npm init  ( Enter )

বাটোনে হিট করুন । 

npm init  






৪। কিছু প্রশ্ন করবে আপনি চাইলে উওর দিতেও পারেন অথবা স্কিপ

করতেও পারবেন । স্কিপ করতে চাইলে এন্টার বাটন এ চাপতে

থাকুন । 





প্রশ্ন গুলা হবে :

👉 package name : (hellownode) (আপনের ফোল্ডার দেখাবে)

👉 version: (1.0.0 )

👉 description : (“ “)(মন্তব্য লিখতে পারবেন আপনার project সর্ম্পকে )

👉 entry point : (index.js) ( default এ index.js file টি দেওয়া থাকেব আপনি চাইলে server.js ফাইল টি ও ব্যবহার করতে পারেন )


👉 test command : (test এ কোন কমান্ড লিখতে পারেন)




👉 git repository : ( git এ কোন রিপোজেটরি খুলা থাকলে ব্যবহার করতে পারেন )


👉 keywords: ( keyword ব্যবহার করতে পারেন)


👉 author : ( আপনার নাম অথবা কোম্পানির নাম লিখুন )


👉 licence : (licence থাকলে ব্যবহার করতে পারেন)


আবার ওকে করে দিবেন Is this OK? (Y) লিখে Enter করো  তাহলেই package.js নামে একটি প্যাকেজ তৈরি হয়ে যাবে । 



Package.js file:

 

{

  "name": "hellownode",

  "version": "1.0.0",

  "description": "'bloging demo project'",

  "main": "index.js",

  "scripts": {

    "test": "echo \"Error: no test specified\" && exit 1"

  },

  "author": "swapnil ahmed shishir",

  "license": "ISC"

}

 



৫। Node এর কাজকে সহজ করার জন্য আমরা Express নামক 

framework ব্যবহার করবো । এর জন্য Express আমদের Project

install করে নিতে হবে । Terminally  এ টাইপ করুন -



npm install express - -save



Install হয়েছে কি  তা দেখার জন্য package.js File এ গিয়া দেখুন (express:4.18.2) আছে কি না ? থাকলে  Install  হয়েছে । 

(N.B : Version update হতে পারে)


  

"dependencies": {

    "-": "^0.0.1",

    "express": "^4.18.2"

  }

 




৬। এবার Project এ নতুন ফাইল তৈরি করি নাম দিবো ( index.js) ।

index.js File তৈরি করা হলে ওপেন করি এবং কিছু কোড লিখুন ।



 

 const express = require("express");

 const app = express();

 const port = "3000";

 app.get("/", (req, res) => {

   res.send("Hello World!");

 });

 app.listen(port, () => {

   console.log(`Listening on port     ${port}`);

 });

 




৭। Project টি রান করার জন্য Terminal এ node index.js লিখে Enter করো । দেখবা port 3000 এ Open হবে । 


৮। port 3000 ওপেন হবার পরে আপনার  Browser Serach bar এর গিয়া লিখবেন - 

http://localhost:3000/


Enter করলেই “Hello world! ” লিখাটি চলে আসবে ।


Output :




৯। আপনার Project টি যখন gitHub Upload  করতে জাবেন git init লিখে এন্টার করলে দেখতে পাবেন অনেক গুলা ফাইল gitHub Upload হচ্ছে । এই অপ্রয়োজনীয় ফাইল উপলোড করার দরকার নাই। এর জন্য আপনার Project  এ একটি ( .gitignore ) নামে ফাইল তৈরি করুন এবং লিখুন ( /node_modules )। এবার git init লিখে এন্টার করলে দেখতে পাবেন অল্প ফাইল gitHub Upload হচ্ছে ।





N.B: কোন কিছু update করলে অব্যশই ৬ নং ধাপ টি আবার ফলো করুন না হলে কাজ করবে না । যেই  port  ব্যবহার করবেন সেই port দিয়েই Browser Serach bar এর গিয়া লিখবেন না হলে কাজ করবে না।


Post a Comment

Previous Post Next Post