এই টিউটোরিযাল এ জানবো কেমন করে vs code or command prompt ব্যবহার করে আমাদের করা কোড গুলকে GitHub push, update code commit and Clone GitHub code করা জায়। তাই নিচের ধাপগুলো মনোযোগ দিয়ে ফলো করুন ।
আপনি যদি না জানেন কেমন করে গিটহাবে নতুন গীট রিপোজিটরি খুলতে হয় তাহলে নিচের টিউটোরিযাল এ বিস্তারিত দেয়া আছে ।
How to Create a New Git Repository on GitHub?
কোনটি ব্যবহার করবো vs code নাকি command prompt?
👉 আপনি vs code or command prompt যেটাই ব্যবহার করুন না কেন আপনার Project folder থেকে নিচের command গুলা ধারাবাহিক ভাবে চালালে একই কাজ করবে । আপনার যেটাতে ভালো লাগে যে কোন একটি ব্যবহার করুন ।
১। vs code এ থাকলে New Terminal নিন । Command Prompt এ থাকলে আপনের Project Directory তে জান ।
২। Root Folder থেকে git init কমান্ড টি লিখে এন্টার করুন । Git init কি কাজ করে? নতুন git repository যোগ কারার জন্য প্রোজেক্ট কে ইনিশিয়াল করতে হয় গিটহাবে।
git init
৩। git add . লিখে এন্টার করুন । অব্যশই ( . ) ব্যবহার করবেন । git add . কি কাজ করে? আপনার লোকাল কম্পিউটার এ প্রোজেক্টে যত ফাইল আছে সব গুলো কে পুশ করার জন্য পস্তুত / যোগ করে ।
git add .
৪। git commit -m “ আপনার প্রোজেক্ট সম্পর্কে তথ্য লিখুন ” এন্টার করুন । git commit -m ‘ ’ কি কাজ করে? এই কোমান্ডটি আনেক বেশী গুরুত্বপূর্ন আপনার প্রোজেক্টে যত আপডেট আনবেন আর পুস কারবেন এটি লাগবে। যেই বিষয়ে আপডেট আনলেন তা ডাবল কোটেশনের ভিতরে তার সোর্ট ডেস্কিপ্সন লিখুন । এতে আপনার প্রোজেক্টির Commit দেখে বুঝা জাবে কি আপডেট আনলেন ।
git commit -m “ Write Something about your project ”
৫। git branch -M main/master লিখে এন্টার করুন । যে কোন একটি branch name ব্যবহার করতে পারবেন ।
git branch -M master
৬। git remote add origin ProjectLink এন্টার করুন। ProjectLink এই জায়গায় আপনার প্রোজেক্ট এর HTTPS / SSH Link টি ব্যবহার করুন ।
git remote add origin https://github.com/githubUsername/ProjectName.git
৭। git push -u origin main/master । আপনি যেই branch দিয়েছিলেন তাই ব্যবহার করুন এবং এন্টার বাটনে হিট করুন । git push কি কাজ করে? Localhost থেকে GitHub Server এ আপলোড করে থাকে ।
git push -u origin master
Good Job আপনার প্রোজেক্ট টি push / hosting করা হয়ে গেছে । এখন আপনার যত্নে কারা কোড গুলা ইঁদুরে ও কাট বে না নষ্টও হবে না জাকে ইচ্ছা তাকে দিতে পারবেন একটা লিংক ।
- git init
- git add .
- git commit -m ‘Write Something about your project’
- git branch -M master
- git remote add origin https://github.com/githubUsername/ProjectName.git
- git push -u origin master
👉 How to commit a code for any update?
কোডে কোন আপডেট আনলেন এবং সেই কোড টি কেমন করে পুস করবেন তা নিচে দেখুন ।
- git add .
- git commit -m “write something update topic”
- git push
👉 How to clone any code from GitHub?
খুলুন command prompt or vs terminal । কমাণ্ড টি দিন ইন্টার করুন ডাউনলোড সুরু হয়ে জাবে আপনার লোকাল কম্পিউটারে । লিঙ্ক টি হবে HTTPS .
git clone submit HTTPS link
উদাহারনঃ
git clone https://github.com/swapnilahmedshishir/red-onion-resturent.git
Post a Comment