AD

 





*React Bootstrap install করার আগে অব্যশই আপনাকে  react project create করতে হবে । তা জদি না থাকে তাহলে নিচের লিংক এ গিয়ে নতুন project create করুন ।

How to install a new React App Bangla Blog?


১।  React bootstrap install  করার জ্ন্য  আপনার vs code editor এর

 গিয়ে New Terminal ওপেন করুন এবং টাইপ করুন ।


        npm install react-bootstrap bootstrap


Enter বাটনে হিট করার সাথে সাথে আপনার project এ react Bootstrap

 install শুরু হয়ে যাবে । কিছু সময় অপেক্ষা করুন Install হওয়ার জন্য ।





২।  এরপর আপানার project এর src folder এর গিয়ে index.js file টি

 খুজে open করুন এবং নিচের লিখাটি import করুন ।

import  'bootstrap/dist/css/bootstrap.min.css';




তাহলে bootstrap ব্যবহার করার জন্য প্রস্তুত হবে । এবার আপনার project

 এ গিয়ে  যেভাবে bootstarap  ব্যবহার করবেন ।


৩। যেই ফাইলে এ ব্যবহার করবেন আগে সেই ফাইলের component এ

 import করে নিবেন । যেমন ধরুন  App.js file এ একটি বাটন ব্যবহার

 করবেন তাহলে আপনাকে আগে import করতে হবে নিচের যেকোনো

 একটির মত করে ।

import Button from 'react-bootstrap/Button';

অথবা ,

import {Button} from 'react-bootstrap';


component এ ব্যবহার করবেন যেভাবে :



<> 

  <Button variant="success">

    Button as link 

  </Button>

<> 



 

Output :



এভাভেই আপনি  আপনার পয়োজন মতো যেকোন Bootstrap

 component ব্যবহার করতে পারবেন আপনার project e । 


৪। আপনি চাইলে সিম্পুল Bootstrap ব্যবহার করতে পারবেন । 


Post a Comment

Previous Post Next Post