AD

Below are some basic concepts about the Internet:

1. What is the internet?

2. What is a Client-Server Network?

3. What is a Proxy Server?

4. What is an ISP?

5. What is an IP Address?

6. What is a domain name?

7. What is DHCP?

8. What is FTP?

9. What is the SSH Protocol?

10. What is HTTP?

11. What is HTTPS?

12. What is SIP?


1. ইন্টারনেট কি ?(What is Internet in Bangla)
International Network এর সংক্ষিপ্ত রুপ হলো ‘Internet’ । আন্তজাল বা ইন্টারনেট হলো এমন এক ধরনের টেলিযোগাযোগ প্রযুক্তি , যা  সারা বিশ্বজুড়ে বিস্তত , পরস্পরের সাথে সংযুক্ত কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যেখানে IP(Internet Protocol) এর মাধ্যমে ডাটা বা তথ্য আদান-প্রদান করা যায় । সংক্ষিপে বলতে গেলে , টেলিযোগাযোগ প্রযুক্তি  ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলা হয়। ১৯৬৯ সালে যুক্তরাষ্টের পতিরক্ষা দপ্তর Advance Research Project Agency Network (ARPAnet) চালু করে।   ARPAnet - এর জনক বলা হয় লকলাইডারকে ( Licklider)। তবে Internet এর জনক বলা হয় ভিন্টর গ্রে সার্ফকে (Vinton Gray Cerf)। এই ARPAnet হলো কম্পিউটার নেটওয়ার্ক জগতে মানুষের প্রথম পদক্ষেপ।  ইন্টানেটের ব্যাপক ব্যবহার ১৯৯০ সাল থেকে সুরু হয়।  ১৯৯০ সালেই ইন্টারনেট শব্দটি ব্যবহৃত হয় এবং তা ব্যাপকভাবে পরিচিত হতে থাকে। বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যাবহারে শীর্ষ দেশ হলো চীন,  দ্বিতীয় হলো ভারত এবং  তৃতীয় হলো যুক্তরাষ্ট্র।  বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে এবং বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে। তবে সারা বিশ্বে বাণিজ্যিক ভাবে  ইন্টারনেট চালু হয় ১৯৯৩ সালে। "ইন্টারনেটর  SMS" বলা হয় সামাজিক যোগাযোগ সাইট "Twitter" -কে। 

2. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? (What is a Client Server Network in Bangla)

সার্ভার হলো মোটামুটি শক্তিশালী একটি কম্পিউটার, যা নেটওয়ার্কভুক্ত অন্য কম্পিউটারকে নানারকম সেবা দিয়ে থাকে। অন্যভাবে বলতে গেলে কোন কোন কম্পিউটারে সংরক্ষিত রিসোর্সগুলো যদি একসঙ্গে ও একই সময়ে অনেক ইউজার ব্যবহার করতে পারে বা শেয়ার করতে পারে তাকে সার্ভার বলা হয়। একে সার্ভার নামকরন কারার মূল কারন হচ্ছে এটি বিভিন্ন ইউজারকে একই সময়ে বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। সর্ভারের সাথে যুক্ত হয়ে যে সেবা গ্রহণ করে তাকে ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন বলা হয়। ক্লায়েন্ট তথা সেবাগ্রহনকারি টার্মিনালের মাধ্যমে সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে ডেটা প্রসেসর জন্য অনুরোধ পাঠায়। অনুরোধ গৃহীত হলে ক্লায়েন্ট  সার্ভার ব্যবহার করতে পারে। আর এভাবেই কোন ইউজার তার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে জায়।


3. Proxy server কি?(What is a Proxy Server in Bangla)

Proxy Server হচ্ছে এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক য়া ইউজারকে ইন্টারনেটর সঙ্গে সরাসরিভাবে যুক্ত না করে পরোক্ষভাবে যুক্ত করে দেয়। আর যারা এই ধরনের সেবা দিয়ে থাকে, তাদের Proxy Server  বলা হয়। অর্থাৎ User ও কাঙ্ক্ষিত Web এর মধ্যে অবস্থান করে Proxy Server।  Proxy Server মাঝে আবস্থানের ফলে User  ও   কাঙ্ক্ষিত সাইটের মধ্যে সরাসরি কোন কানেকশন থাকে না।  তাই User এর প্রকৃত তথ্য গোপন থাকে।  সহজ ভাষায় Proxy Server এর মধ্যেমে আমার নিজেদের তথ্য গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করতে পারি। জারা টর ব্রাউজার ব্যবহার করেছেন তার বিষয়টি ভালো বুঝতে পারবেন। কারণ টর এই Proxy Server ব্যবহার করে ইউজার কে কালো দুনিয়ার  ওয়েবসাইট গুলোতে ঢুকতে দেয়। 


4. ISP কী? ( What is ISP in Bangla)

Internet Service Provider - এর সংক্ষিপ্তরুপ হলো ISPইন্টারনেট সার্ভিস তথা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে   ISP বলা হয়।  তাদের কাজ হলো সাধারণ গ্রাহককে ইন্টারনেটর সংযোগ ও এ সংক্রান্ত সব ধরনের সেবা প্রদান করা। সাধারণত ISP দের নিজস্ব ASAT এবং সার্ভার থাকে। বাংলাদেশ Internet এর সেবাপ্রদানকারী এরুপ কিছু ISP হলো অগ্নি সিস্টেম,  ISN,  গ্রামীণ সাইবার নেট,  প্রশিকা নেট  ইত্যাদি।


5. IP Address কি ?( What is IP Address in Bangla)

IP - এর পূর্ণরুপ হলো Internet Protocol ।  এটি এক ধরনের " Addressing Protocol "।  IP মূলত TCP- এর সাথে ব্যবহৃত হয়।  টলিফোনের ক্ষেএে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নাম্বার থাকে ঠিক তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটাররের জন্য একটি আইডেন্টিটি থাকে, যা IP অ্যাড্রেস নামে পরিচিত। এই ঠিকানাটি আমেরিকা যুক্তরাষ্ট্রের IANA (Internet Assigned Number Authority)  নামক একটি পতিষ্ঠান প্রদান করে থাকে। ১৯৮২ সালে TCP/IP  উদ্ভাবন করা হয় এবং ১৯৮৩ সালে এটি ARPANet - এ তথা ইন্টারনেটের ক্ষেএে ব্যবহার শুরু হয়। ইন্টারনেট প্রোটোকল বা IP ভার্সন আছে মোট দুটি যথা প্রোটকল ভার্সন ৪ বা IPv4 এবং ভার্সন ৬ বা IPv6।  বর্তমানে IPv6 চালু আছে। IPv6 হলো ১২৮ বিট এর এটি ২০১৭ সালে চালু হয়।  তবে IPv6 হলো ৩২ বিট এর।  IPv4 সিস্টেমে পতিটি IP Address কে প্রকাশের জন্য মোট চারটি অকটেট সংখ্যা প্রয়োজন। কাজেই সম্পূর্ণ সংখ্যা প্রকাশের জন্য ৩২ বিট প্রয়োজন।  প্রতিটিব অকটেট ডট (.) দ্বারা পৃথক করা হয়।IP Address এর প্রথম দুটি অকটেট নেটওয়ার্ক আইডি এবং পরের দুইটি অকটেট হোস্ট আইডি প্রকাশ করে। বাইনারি সংখ্যা মনে রাখা অসুবিধাজনক বিধায় এর সমকক্ষ ডেসিমাল সংখ্যা দিয়েও আইপি অ্যাড্রেস লিখা হয়।

যেমন, 10101100.00010000.11111110.00000001 IP Address Decimal equal 172.16.254.1 




6. ডোমেইন নাম কি?  ( What is Domain Name in Bangla)

IP Address মনে রাখা বেশ কষ্টসাধ্য বিষয় হওয়ায় এ কষ্টকর পদ্ধতি সহজে করার জন্য ইন্টারনেটে Domin Name System (DNS) নামে একটি পদ্ধতি ব্যবহৃত হয়।  DNS হলো IP Address  এর একটি আলফা নিউমেরিক ঠিকানা। অর্থাৎ, DNS এর ক্ষেত্রে বর্ন ও সংখ্যা থাকে। সারা বিশ্বের ডোমেইন নেইম বা IP Address যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করে তার নাম InterNIC - ( Internet Network Information Centre)।  সকল ডোমেইন নেইমকে এ প্রতিষ্ঠান একটি ডেটাবেস ফাইল সংরক্ষণ করে। ফলে ডোমেইন নামের ডুপ্লিকেট হওয়ার সুযোগ থাকে না।  

Example: 

IP Address(64.233.189.104) = Domain Name(Google)

IP Address(68.142.266.48) = Domain Name(Yahoo)


7. DHCP কি?  ( What is DHCP in Bangla)

DHCP এর পূর্ণরুপ হলো Dynamic Host Configuration Protocol. একটি কম্পিউটার অন্য কম্পিউটারে সাথে নেটওয়ার্ক কানেকশনের জন্য আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়। DHCP সয়ংএৃিয়ভাবে এই আইপি অ্যাড্রেস দেয়। DCHP কনফিগার করা হয় যেখানে ম্যানুয়ালি আইপি এসাইন করা কঠিন অর্থাৎ যেখানে নেটওইয়ার্কটি অনেক বড় ।


8. FTP কী? ( What is FTP in Bangla)

FTP এর পূর্ণরুপ হল File Transfer Protocol . এই প্রোটোকলটি এক কম্পিউটারের ফাইল ট্রন্সফার করার জন্য ব্যবহৃত হয় । ওয়েব সার্ভারে কোনো ফাইল Uplode এবং Downlode করার জন্য ব্যবহৃত হয় । তবে এটি প্রধানত কোনো একটি Web Server-এ Web Page আপলোড করার জন্য বেশি ব্যবহৃত হয়। File Transfer Protocol ব্যবহৃত করে কনো ফাইল আপলোড করলে তা পরবর্তীতে World Wide Web (www)-এ দেখা যায় । সহজ কথায় , বিভিন্ন ধরনের Text file, Multimedia file ইত্যাদি world Wide Web (WWW) -এ Upload করার জন্য এবং Download করার জন্য File Transfer Protocol (FTP) ব্যবহৃত হয়। এখানে উল্লেখ্য যে , RFC( Request for Comments ) 959, RFC 2228 হলো  File Transfer Protocol ( FTP) এর Standard Code ।


9. SSH Protocol কী? ( What is SSH Protocol in Bangla)

SSH Protocol -এর পূর্ণরূপ হল Secure Shell Protocol . এই প্রোটোকলটি-ও এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের ফাইল ট্রান্সফার করার জন্য ব্যবহৃত হয় । অর্থাৎ , SSH Protocol-টি File Transfer Protocol (FTP)-এর মতো কাজ করে। তবে এই প্রোটোকলটি FTP থেকে অনেক নিরাপদ ।


10. HTTP কী? ( What is HTTP in Bangla )

HTTP-এর পূর্ণরূপ হল HyperText Transfer Protocol ।  এই Protocol টি Web Server  কর্তৃক ব্যবহৃত হয় । যার মাধ্যমে ‘ওয়েব সার্ভার ’  বা ‘ Web Browesr ’ - কে Web page বা WebSite  দেখার অনুমতি প্রদান করে । সহজ কথায় , Web Browser মাধ্যমে Web Page দেখার জন্য এই Protocol  ব্যবহার করা হয় । HyperText Transfer Protocol তৈরি করা হয়েছে ‘Client and Server Model’-এর ভিত্তিতে । HTTP Web Client এবং Web Server-এর মধ্যে সম্পর্ক স্থাপন করে । HTTP খুব সহজভাবে ওয়েব পেজের তথ্য দেখায় । এখানে উল্লেখ্য যে , HyperText File সাধারণত HTML ( Hyper Text Markup Language ) Code-এ লেখা হয়। 


11. HTTPS কী? (What is HTTPS in Bangla)

HTTPS -এর পূর্ণরূপ হল HyperText Transfer Protocol Secure । এটি HTTP এর Update Version । HTTP-কে নিরাপদ (Secure) করার জন্য এই Protocol টি ব্যবহৃত হয়।


12. SIP কী? ( What is SIP in Bangla )

SIP -এর পূর্ণরূপ হল Session Initial Protocol  । SIP মূলত এক ধরনের VoIP । SIP প্রোটোকলটি অনেকটা VoIP এর মতো কাজ করে । এই প্রোটোকলটি Video এবং Video call -এর মতো Multimedia Communication -এর জন্য ব্যবহৃত হয় । SIP VoIP প্রোটোকলটি প্রবর্তন করে Internet Engineering Task Force (IETF) কিন্তু H.323 VoIP প্রোটোকলটি প্রবর্তন করে International Telecommunication Union (ITU) । H.323 Protocol হলো International Telecommunication Union (ITU) কর্তৃক প্রবর্তিত প্রথম VoIP Protocol .


Thanks for reading all Articles.  

Post a Comment

Previous Post Next Post